স্বাধীন হবে কবে?
তাজুল ইসলাম
স্বাধীনতা তুমি স্বাধীন হবে কবে?
চল্লিশ বছর পেরিয়ে গেছে
স্বাধীনতা তুমি কই?
দেশ স্বাধীন হয়েছে
দেশের সার্বভৌমত্ব ফিয়ে এসেছে
আমরা তো স্বাধীন নই।
এত বছর পর তোমরা যারা
দেশের অধিপতি
করছ কেন স্বার্থের জন্য
করছ কেন স্বার্থের জন্য
দেশের এত বড় ক্ষতি
এত দুর এসে মন বলে উঠে
স্বাধীনতা! তুমি স্বাধীন হবে কবে?
সে আশাতে বুক বেধে রই।
স্বাধীনতা তুমি এক দু:স্প্রাপ্য ক্ষমতা
যেখানে থাকবে জনমত অধিকার
থাকবে সবার সমতা।
স্বাধীনতা তোমাকে এনেছে যারা
30 লক্ষ শহীদ গাজী তারা
স্বাধীনতা তোমার জন্য দিয়েছে যারা প্রাণ
যারা দেশের অধিপতি
রাখল কি তারা
তোমাদের একটু খানিও মান।
তাদের আত্মা কাদে কেন আজ
বৈশাখিতে আমরা করছি সাজ
আমাদের কি নাই একটু খানিও লাজ।
স্বাধীনতা তুমি স্বাধীন হলে কই?
স্বার্থের জন্য দেশকে যারা
টুকরো টুকরো করছে।
জনসাধারণকে ক্রসফায়ারে
নতুন সাথে মারছে।
আমরা যারা জনগণ নিষ্পেষিত প্রাণ
কেন যাবে নির্বিচারে জনসাধারণের জান।
স্বাধীনতা তুমি কত বীরঙ্গনার হাহাকার
ছেলে হারা মায়ের কান্না
তবুও কি স্বাধীনতা তুমি স্বাধীন হবে না।
রাস্তায় বেরুলেই মায়ের ভয়
খোকা ঘরে ফিরবে নাকি?
নাকি বয়ে যাবে রাজপথে
উড়ে যাবে প্রাণ,
খুলবেনা আর কখনো আখি।
মেলবে না আর ডানা।
খাবে ছিড়ে ছিড়ে কোন
কুকুর, শুকন, কিংবা পাখি
স্বাধীনতা তুমি যদি
সত্যিই স্বাধীন হবে
তবে আমাদের চলার অধিকার,
বলার অধিকার পাবো আমরা কবে
অবশেষে দুঃখ করেই বলছি
স্বাধীনতা তোমার পায়ে ছিকল বাধা
তুমিই তো স্বাধীন নও!
তবে তোমরা অধিপতিরা
স্বাধীনতার পায়ে ছিকল পেচিয়ে
আমরা স্বাধীন একথা
কেমন করিয়া কও।
ফারাক্কা, তিস্তা, ট্রানজিট চুক্তি,
করছ তোমরা অধিপতি
তবুও কি আমরা স্বাধীন
পেয়েছি কি মুক্তি।
দেশ হচ্ছে চৌচির
পানি কই বল বীর
তোমারা যারা উন্নত মমশীর
গড়ছ শুধু নিজেদের ঘর
সুন্দর সুন্দর নীড়।
চল্লিশ বছর পেরিয়ে গেছে
স্বাধীনতা তুমি তাদের কাছে,
দেশের অধিপতি যারা
ক্ষমতা যাদের আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন