পিসির ক্যালকুলেটর ব্যবহার করে বয়স বের করুন
উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা উইন্ডোজ এর বিল্ট-ইন ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে নির্ভুলভাবে আপনার বর্তমান বয়স দিনক্ষণ বের করতে পারেন।
এজন্য বাজারে অনেক সফটওয়্যার পাওয়া যায় তবে অনেক সময় কাজের সময় সফটওয়্যারটি হাতের কাছে না থাকায় আমাদের হাতে কলমে নির্ভুল ভাবে সঠিক হিসাব বের করতে বেশ বেগ পেতে হয়।আমরা খুব সহজে অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার না করে নিচের ধাপটি অনুসরণ করে আমাদের বর্তমান বয়স বের করতে পারি।
Windows menu+R> run>calc>enter [ এভাবে খুব সহজে ক্যালকুলেটর স্ক্রিনে আনতে পারেন]
এবার স্ক্রিনে ক্যালকুলেটর ‘শো’ করলে View থেকে Date Calculation ক্লিক করে চিত্রের মত ক্যালকুলেশন করে আপনার বর্তমান বয়স জানতে পারেন।
ক্যালকুলেটরে যে বয়স বের করা যায় আগে জানতাম না।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
Md.Tazul , ধন্যবাদ আপনাকে।
উত্তরমুছুন